বিদ্যালয়টিতে ২টি ভবন আছে। এতে মোট ৬টি কক্ষ আছে। ৫টি শ্রেণী কক্ষ হিসাবে ব্যবহার হয় আর একটি অফিস কক্ষ হিসাবে ব্যবহার ভবন ২টির একটি আধা পাকা আর এবটি পাকা। বিদ্যালয়ের সামনে ছোট একটি মাঠ আছে। পরিবেশ সুন্দর। |
বিদ্যালয়টি পূর্বে আড়রা কুমেদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ছিল পরে এখানে থেকে যখন পৃথক হয় এখন আড়রা কুমেদ গ্রামের একজন বিদ্যোঃসাহী ব্যক্তি আঃ ছামাদ সাহেব তার স্ত্রী রাবিয়া খাতুন এর নামে ৫৬ ডিঃ জমি ওয়াকফ করে দিয়ে ১৯৫৬ সনে ইহা প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইহাতে ৬৬ ডিঃ জমি আছে। স্থানীয় জনগণের প্রচেষ্ঠায় ইহা খুব সুন্দর ভাবে পরিচালিত হয়।
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | মোট |
মোট-৭৩
|
মোট-৬৮
|
মোট-৭৩ |
মোট-৭৬ |
মোট-৫৩ |
৩৪৩ জন |
নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। মোঃ হামিদুর রহমান ২। মোশেদ আলী ৩। নাজমূল হোসেন ৪। চান মিয়া ৫। মাজারুল ইসলাম ৬। রেখা দাস
| সভাপতি সদস্য সচিব সদস্য সদস্য সদস্য সদস্য
| ৭। মরিয়ম বেগম ৮। আলেয়া বেগম ৯। মোঃ সফিকুল ইসলাম ১০। আফরোজা ১১।কামরুল হোসেন ১২। নাজমা বেগম | সদস্য সদস্য সদস্য সচিব সদস্য সদস্য সদস্য
|
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৮৫% পাশ | ৯০% পাশ | ৮০% পাশ | ৯০% পাশ | ১০০% পাশ |
এলাকার বিদ্যোঃসাহী ও গন্যমান্য ব্যক্তি, বর্গের আশাইহা যেন উপজেলার মধ্যে একটি আদর্শ বিদ্যালয় হয়ে উঠে ইহাই সকলের কামনা।
৫১ নং আড়রা কুমেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রামঃ আড়রা কুমেদ, ডাকঘরঃ ভাদ্রা, উপজেলাঃ নাগরপুর, জেলাঃ টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস